Monday, August 25, 2025
HomeScrollবাতিল সার্টিফিকেট তবুও সংরক্ষিত পদে রয়েছেন স্কুলের হেডমাস্টার

বাতিল সার্টিফিকেট তবুও সংরক্ষিত পদে রয়েছেন স্কুলের হেডমাস্টার

নদিয়া: ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ শিক্ষক, কেউ পুলিশ। কেউ করছেন গবেষণা। কেউ ডাক্তারি পড়াশোনা। এবার এসটি কাস্ট সার্টিফিকেট (Caste Certificate ) বাতিল হওয়ার পরও স্কুল করছেন চাকরি। কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) বাতিল তবুও সংরক্ষিত পদে বহাল তবিয়তে রয়েছেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। নদিয়ার শান্তিপুরের (Nadia Santipur) কালিপদ ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বিশ্বাস। অপসারণের দাবি জানাল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। প্রধান শিক্ষক এর দাবি, ২০০২ সালে তিনি এক্সচেঞ্জ কলের মাধ্যমে চাকরি পান। এসটি কোটায় আবেদন করলেও জেনারেল কোটায় বিবেচিত হন। তিনি পরিবারের প্রথম প্রজন্ম যার জাতিগত শংসাপত্র পেয়েছিলেন।

আরও পড়ুন: বেলগাছিয়া পরিস্থিতি নিয়ে এবার বসতে চলেছে বৈঠক, মিলবে কি সমাধান?

তেহট্ট মহকুমা শাসক শুনানিতে ডেকে ছিলেন। তারপর তার কাস্ট সার্টিফিকেট জমা নিয়েছিলেন। শুনানিতে তিনি সব প্রমাণপত্র জমা দিয়েছিলেন। তিনি তার দফতর মারফত জানতে পারেন তার কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। কাস্ট সার্টিফিকেট বাতিল হলেও কেন তার কাস্ট সার্টিফিকেট বাতিল করা হল। তিনি তা চ্যালেঞ্জ করেননি। কাস্ট সার্টিফিকেট বাতিল হলেও চাকরিতে কোনও প্রভাব পড়েনি। অন্যদিকে তৃণমূলের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দাবি, বিষয়টি তারাও জানেনা। যদি মহকুমা শাসক কাস্ট সার্টিফিকেট বাতিল করে থাকে তাহলে আইন আইনের পথে চলবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News